Monday, 24 December 2018

শীত বস্ত্র ও কম্বল বিতরন ২০১৮

আসসালামু আলাইকুম💙
"সংঘ" সাহায্যের এক অঙ্গীকার💗
শীত বস্ত্র ও কম্বল বিতরন ২০১৮👌
দেখতে দেখতে ৫ম তম পথ চলা হলো গ্রামের অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের মাধ্যমে।
বিতরন নংঃ ১ম
শীত বস্ত্র ও কম্বল বিতরন ২০১৮
শেষ হলো ২৪/১২/২০১৮ রোজ সোমবার।বিতরন হয়েছিল ( শ্রীলাম-পূর,ধামরাই ) প্রায় ১৫০ জন অসহায় মানুষদের শীত কম্বল এবং শিশুদের মাঝে শীত কাপড় বিতরন করা হয়।
এ সময় অতিথি হিসাবে ছিলেন
বাংলাদেশ মানবিক তরুন #পারভেজ হাসান এবং
কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
( মোঃ কামরুজ্জামান )
উপস্থিত ছিলেন আলোকচিত্র গ্রুপ #ছবিঘর এর সভাপতি ( প্রিন্স ঘোষ )💗
আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যানাচ্ছি।
বিতরনের সাহায্যে ছিলেন (ধামরাই শ্রিলাম-পূর ,কৃষ্ন নগর, এলাকার ১১ জন্য তরুন যাদের সাহায্যের জন্য এই বিতরন টি সুষ্ঠ ভাবে হয়েছে। 💮
ধন্যবাদ জানাই আপনাদের ১১ জন তরুন দের এবং ধন্যবাদ যানাই আমাদের উপহার টুকু গ্রহন করার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ জানাই
সংঘ পরিবারের প্রতিটি সদস্যদের
দোঁয়া করবেন আগামিতেও যেন তাদের পাশে এই ভাবেই দাঁড়াতে পাড়ে সংঘ পরিবার।